ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
একসঙ্গে রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের অ্যালবাম

কানাডা প্রবাসী সংগীতশিল্পী কাজল বিল্লাহর একসঙ্গে দুটি অ্যালবাম বের করলেন। একটি রবীন্দ্রসংগীতের, অন্যটিতে আছে আধুনিক গান।

রবীন্দ্রসংগীতের অ্যালবামের নাম ‘পথ চেয়ে’। আর আধুনিক গানেরটি হলো ‘অবুঝ ভালো লাগা’।

রবীন্দ্রসংগীতের অ্যালবামে গান রয়েছে ৯টি গান। আধুনিক গানের অ্যালবামে আছে ৮টি গান। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানগুলো লিখেছেন গুঞ্জন রহমান, রবিউল ইসলাম জীবন, এ মিজান। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় দুটি অ্যালবামের মোড়ক খোলা হয়। দুটি অ্যালবামই বাজারে এনেছে ওয়াইআর মিউজিক।

কাজল বিল্লাহ ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত। কানাডায় প্রবাসী বাঙালিদের কাছে পরিচিত তিনি। সেখানে নিয়মিত গাইতে দেখা যায় তাকে। বাংলাদেশে এবারই প্রথম অ্যালবাম প্রকাশিত হলো তার। পাশাপাশি তৈরি হয়েছে দুটি গানের মিউজিক ভিডিও।  

বাংলাদেশ সময় : ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।