ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীপ্ত টিভির নাটকে সামিনা ও চিরকুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
দীপ্ত টিভির নাটকে সামিনা ও চিরকুট সামিনা চৌধুরী ও চিরকুট

ক’দিন পর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে দীপ্ত টিভি। এর ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’র শিরোনাম গান করেছেন সামিনা চৌধুরী।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। ‘সবার চোখে স্বপ্ন আঁকো, তোমার চোখে জল/ সবার কথা বলছো, কেন নিজের বেলায় ছল’ এমন কথার গানটি লিখেছেন গুঞ্জন রহমান। প্রখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘বালুচরী’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি।

অন্যদিকে ‘সবাই কি আর আমার মতো একা, বিরাণ মেঘে কান্না হয়ে থাকা/ কেউ জানে না কোনখানে কি বিসর্জনে, আদর করে দুঃখ পুষি আলতো করে’- শ্রোতাপ্রিয় ব্যান্ড চিরকুটের কণ্ঠে উঠে এসেছে এ নতুন গান। তবে কোনো অ্যালবামের জন্য নয়। তারা এ গানটি করেছে নাটকের জন্য।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘খুঁজে ফিরি তাকে’র শিরোনাম সংগীত হিসেবে ব্যবহৃত হবে গানটি। এ গানের কথা ও সুর সুমির। রেকর্ডিং শেষ হয়েছে এরই মধ্যে। এর আগে চিরকুট নুরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকের শিরোনাম সংগীত করে জনপ্রিয়তা পেয়েছিলো। এরপর ব্যান্ডটির গাওয়া রেদওয়ান রনির ‘কিক-অফ’ টেলিছবির ‘একটা ছেঁড়া দিন’ গানটিও শ্রোতাপ্রিয় হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।