ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই শিষ্যের জন্য গুরুর শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দুই শিষ্যের জন্য গুরুর শুভেচ্ছা (বাঁ থেকে) সাইমন, জাকির হোসেন রাজু ও মোস্তাফিজুর রহমান মানিক

‘পৃথিবীতে কেউই পরাজিত হতে চায় না। কেবল যারা বাবা, তারাই পারেন পরাজয়ের মধ্যেও সুখ খুঁজে নিতে।

শুধু সন্তানের কাছে পরাজিত হয়েও সুখ পান বাবারা’- কথাগুলো বলেছেন গুণী চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু। ‘চুপি চুপি প্রেম’-এর মুক্তি ‍উপলক্ষে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও নায়ক সাইমন দু’জনই তার শিষ্য। তার হাত ধরেই পরিচালনায় আসেন মানিক। আর রাজুর ‘জ্বি হুজুর’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় সাইমনের। দুই শিষ্যের এই ছবিটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  

আগামী ৬ নভেম্বর ঢাকাসহ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চুপিচুপি প্রেম’। এতে সাইমনের সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত প্রিয়ন্তি পরী। নায়ক-নায়িকাসহ অনুষ্ঠানে ছিলেন ছবি সংশ্লিষ্ট অনেকে। রিপন চৌধুরী প্রযোজিত ছবিটিতে আরও আছেন আলীরাজ, মিশা সওদাগর, ম ম মোর্শেদ, শান, সূর্যরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।