ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জীবাণুর বিরুদ্ধে নোবেলের মিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
জীবাণুর বিরুদ্ধে নোবেলের মিশন নোবেল/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় মডেল-অভিনেতা নোবেলকে ইদানীং কমই দেখা যায় মডেলিংয়ে। অভিনয়ও করেন দীর্ঘ বিরতি দিয়ে।

চাকরি-সংসার নিয়েই তার ব্যস্ততা। তবে এ দু’টোর বাইরে নতুন এক মিশনে নেমেছেন তিনি। এ মিশন জীবাণুর বিরুদ্ধে, পরিষ্কার-পরিচ্ছন্নতার পক্ষে।

টয়লেট ক্লিনার হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন নোবেল। সম্প্রতি পণ্যটির বাজারজাতকারী প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অফিসে চুক্তিস্বাক্ষর করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) রঘু কৃষনান।

চুক্তি অনুযায়ী, হারপিকের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন নোবেল। পাশাপাশি জনসাধারণকে উৎসাহিত করবেন জীবাণুমুক্ত জীবনযাপনে।

নোবেল সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় মোবাইল ফোন প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে ডিজিটাল মামার ভূমিকায় মডেল হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
কেবিএন/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।