ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এ কোন ঈশিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এ কোন ঈশিকা! ‘অনাকাঙ্ক্ষিত সত্য’ সিরিজের ‘কৃষ্ণকলি’ নাটকে ঈশিকা খান

গায়ের রঙ প্রায় কুচকুচে কালো। মুখটা মলিন।

চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। এই ম্লান আর কালো মুখেও কোথায় যেন মন কেমন কেমন করা মায়া! কবিগুরু তো সেজন্যই লিখেছিলেন- ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক/মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেঘের কালো হরিণ-চোখ/ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের 'পরে লোটে/কালো? তা সে যতোই কালো হোক/দেখেছি তার কালো হরিণ চোখ...’।  

বইয়ের পাতা থেকে কৃষ্ণকলি উঠে আসেনি, এই কৃষ্ণকলির আসল পরিচয় ঈশিকা খান। এক ঝটকায় তাকে চিনতে সবারই কষ্ট হওয়ার কথা। জনপ্রিয় এই অভিনেত্রী চরিত্রের প্রয়োজনে সারামুখে কালি মেখে অভিনয় করলেন। আরটিভির ‘অনাকাঙ্ক্ষিত সত্য’ সিরিজের ‘কৃষ্ণকলি’ পর্বে এভাবে পাওয়া যাবে তাকে।

নাটকটি লিখেছেন শ্রাবণী ফেরদৌস, পরিচালনায় শুভ্র খান। এতে ঈশিকার সহশিল্পী তৌসিফ মাহবুব। পর্বটি প্রচার হবে আগামী ১২ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে।

এর আগে এনটিভিতে প্রচারিত জয়ন্ত রোজারিও পরিচালিত ‘কৃষ্ণকলি’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছিলেন ঈশিকা। তিনি বাংলানিউজকে বললেন, ‘আগেরটাতে আমাকে শ্যামলা মেয়ে হিসেবে উপস্থাপন করা হয়েছিলো, কিন্তু এবার পুরোপুরি কালো মেয়ের চরিত্রে কাজ করলাম। গল্পটার সুবাদে অভিনয়ের দক্ষতা দেখানোর অনেক সুযোগ পেয়েছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ’

বাংলাদেশ সময় : ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।