ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাজু খাদেমের মঞ্চে হৃদি হকের নির্দেশনা

মনজুরুল আলম (প্রদায়ক) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সাজু খাদেমের মঞ্চে হৃদি হকের নির্দেশনা সাজু খাদেম ও হৃদি হক

সাজু খাদেম ও হৃদি হক সম্পর্কে আত্মীয়। সাজুর স্ত্রী প্রৈতী হক হলেন হৃদির ছোট বোন।

আত্মীয় হওয়ার আগে সাজু ও হৃদি নাট্যচর্চা করছেন নাগরিক নাট্যাঙ্গনে। দলটি এবার মঞ্চে আনছে লোকগাথা ‘গওহর বাদশা ও বানেছা পরী’। এর নির্দেশনা দিচ্ছেন হৃদি, মঞ্চসজ্জা করছেন সাজু।

জানা গেছে, আগামী ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। নির্দেশনার পাশাপাশি লোকগাথা থেকে নাটকটি লিখেছেন ও এতে অভিনয় করবেন হৃদি হক।

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক ও লাকী ইনামের মেয়ে হৃদির মা-বাবার পথ ধরে মঞ্চে এসেছেন। মঞ্চের গণ্ডি পেরিয়ে ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি টিভি নাটক লিখেছেন, পরিচালনাও করেছেন। নির্দেশনা দিয়েছেন মঞ্চেও। আবারও নির্দেশক হিসেবে পাওয়া যাবে তাকে।

অন্যদিকে নাগরিক নাট্যাঙ্গনের নাটকের মঞ্চসজ্জা আগেও করেছেন সাজু খাদেম। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘গওহর বাদশা ও বানেছা পরী’।

বাংলাদেশ সময় : ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।