একাল-সেকালের চলচ্চিত্রের গান নিয়ে আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত উৎসব। ‘বাংলাদেশের সিনেমার গান’ স্লোগান নিয়ে এর আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ।
জানা গেছে, দেশীয় ছবির ইতিহাসে ৪৪ বছরের জনপ্রিয় সব গান নিয়ে সাজানো হচ্ছে উৎসব। ১৯৫০ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত বাংলা সিনেমার জনপ্রিয় গানগুলো গাইবেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত থাকবেন গানের সুরকাররা। প্রত্যেক সুরকারের একটি করে গান পরিবেশন করা হবে। এ ছাড়া বিভিন্ন জেলার সংগীতশিল্পীরাও গাইবেন।
টিএসসি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে গান চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাবির উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাবির সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আখতার খানম (লিনা তাপসী)। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জেএইচ