ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিশা আবার দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
তিশা আবার দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত আন সিউং ডু’র কাছ থেকে নিয়োগপত্র নিচ্ছেন তিশা

আবার দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত নির্বাচিত হলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কোরিয়ান চলচ্চিত্র উৎসব উদ্বোধনের আগে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত আন সিউং ডু।



এ সময় আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ইরান, কানাডা, ভুটান ও ব্রাজিল রাষ্ট্রদূতরা।  

জানা যায়, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় এই তারকা আগামী দুই বছর বাংলাদেশ এবং কোরিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর প্রথমবার দুই বছর মেয়াদে এই দায়িত্ব পেয়েছিলেন তিশা। একই পদে তার মেয়াদ বাড়লো আরও দুই বছর।

অনুষ্ঠানে গওহর রিজভী দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশীদের গর্বিত করার জন্য তিশাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।