ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মঞ্চে হৃতিক, স্টেডিয়ামজুড়ে কড়া নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
মঞ্চে হৃতিক, স্টেডিয়ামজুড়ে কড়া নিরাপত্তা ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে হৃতিক রোশন অনুষ্ঠানস্থল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পৌঁছেছেন। দুপুর আড়াইটায় মঞ্চে উঠে ড্যান্সট্রুপসদের সঙ্গে ৩০ মিনিট রিহার্সেল করেন বলিউডের এ সুপারস্টার।



ঢাকায় এটাই হৃতিকের প্রথম সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে তাকে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টায়। চ্যানেল নাইনের পর্দায় পুরো আয়োজন সরাসরি উপভোগ করা যাবে।

এদিকে বিপিএলের উদ্বোধণী অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য কাজ করেছে। পুলিশ, আর্মড পুলিশ, র‌্যাব ও ফায়ার সাভির্সের কর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।