ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ন্যান্সির সুরের মায়া জালে…

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ন্যান্সির সুরের মায়া জালে… ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বসুন্ধরা কনভেনশন সিটি থেকে: দর্শকদের কাছে যেন অদ্ভুত ভালোবাসা নিয়ে এসেছেন বাংলাদেশের শিল্পী ন্যান্সি। শুরুতেই গেয়েছেন পৃথিবীর যত সুখ যত ভালোবাসা/ সবই যে তোমায় ঘিরে….

তার সুরের মায়াজালে জেগে উঠেছে বসুন্ধরা কনভেনশন সিটি।

মঞ্চভরা দর্শক কখনও নিরবতায় কখনও উল্লাসে উপভোগ করছেন ন্যান্সির গান।
শিল্পী এরপরই গেয়ে উঠেন, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা…

মাত্র চারটি গান দিয়েই ন্যান্সি দর্শকের হৃদয় ছুঁয়ে যান।

ন্যান্সির আগে শিল্পী পারভেজ তার সুফি ধারার- পথ গেছে বেঁকে গান গেয়ে শেষ করে তার পরিবেশনা। এরপর কিছুক্ষণ বিরতি দিয়েই মঞ্চে এসেই সবাইকে অভিনন্দন জানিয়ে পরিবেশনা শুরু করেন ন্যান্সি।

তার সজীব সুরের মায়া বেশ কিছুক্ষণ মেতেছিলো মঞ্চ। শেষ গান- আমি তোমার মনে ভেতর একবার ঘুরে আসতে চাই/ আমার কতটা ভালোবাসো এই কথাটা জানতে চাই/ ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই।

এরপরই মঞ্চে আসেন আয়োজনের প্রধান আকর্ষণ ভিন্ন ধাঁচের গান গেয়ে দুই বাংলায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা শিল্পী অনুপম রায়।



বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।