ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সোনাই মাধব’ যাচ্ছে কলকাতায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
‘সোনাই মাধব’ যাচ্ছে কলকাতায় ‘সোনাই মাধব’ নাটকের দৃশ্য

ভারতের অন্যতম নাট্যোৎসব গঙ্গা-যমুনা নাট্যোৎসব। আগামী ৭ ডিসেম্বর কলকাতায় বসছে উৎসবের এবারের আসর।

ওই নাট্যোৎসবে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ পেয়েছে লোক নাট্যদল (বনানী)। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দলটির ‘সোনাই মাধব’ নাটকটি সেখানে মঞ্চস্থ হবে।

জানা যায়, এই উৎসব প্রতিবছর ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। দু’ দেশের অন্যতম নাট্যপ্রযোজনাগুলো এখানে মঞ্চস্থ হয়ে থাকে। সেই ধারাবাতিকতায় কলকাতার নিরঞ্জন সদন মঞ্চে ‘সোনাই মাধব’-এর মঞ্চায়ন হবে। এর আয়োজক পশ্চিমবঙ্গের নাট্য সংগঠন অনীক।
 
নিরীক্ষাধর্মী আঙ্গিকে মঞ্চস্থ হয়ে থাকে নাটকটি। এর কাহিনী গানে গানে এগিয়ে চলে। বাংলার হাজার বছরের নাট্য আঙ্গিক যাত্রাপালা ও পদাবলী কীর্তনের সংমিশ্রনে নতুন আঙ্গিকে এটি মঞ্চস্থ হয়। এটি হবে নাটকটির ১৬৪তম মঞ্চায়ন। নাটকটির নির্দেশক ইউজিন গোমেজ। সংগীত পরিকল্পনা করেছেন মোস্তফা আনোয়ার স্বপন। নাটকে ব্যবহৃত গানগুলোর সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী ও মোস্তফা আনোয়ার স্বপন।

‘সোনাই মাধব’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, জাহিদ চৌধুরী, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, খায়রুল আলম টিপু, আবদুল্লাহ আল হারুন, আনোয়ার কায়সার, নুরুল ইসলাম খান রতন, হাফিজুর রহমান, জসিম উদ্দিন খান, আউয়াল খান, মোজাম্মেল হক পাপন, সুধাংশু নাথ, মনিলাল হালদার, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, তানভীর রাজীব প্রমুখ।



বাংলাদেশ সময়: ১৭১৪ ঘন্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।