ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আর যাবো না আমেরিকা!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আর যাবো না আমেরিকা!

কতোদিন পর এলেন?
‘তিন বছর পর। ’
আবার কবে যাবেন?
‘নাহ, আপাতত আর যাবো না!’

কথাগুলো শুনে মনে পড়ে গেলো ‘অচেনা’ ছবির জনপ্রিয় গান- ‘আর যাবো না আমেরিকা/পেলাম যখন তোমার দেখা/তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে, থেকে যাবো ঢাকা।



মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর নিকেতনে রুমির সঙ্গে দেখা। এক দশক আগে প্রথম ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে যার পরিচিতি দেশীয় সংগীতাঙ্গনে। ২০০৭ সালে আমেরিকাপ্রবাসী হয়ে গিয়েছিলেন। নিয়মিত গেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার বিভিন্ন অনুষ্ঠানে। মাঝে মধ্যে দেশে আসতেন, আবার চলেও যেতেন। এবার স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান আরশীকে (৬) নিয়ে মাতৃভূমিতে স্থায়ীভাবে থাকতে চলে এলেন।

জানা গেছে, আগামী মাসে ‘শের-এ-খোদা আলী সাবে, নিজেরে খুব সুন্দরভাবে’ শিরোনামের একটি গান বের করবেন রুমি। এরপর শ্রোতাদের উপহার দেবেন ‘ও আমার দরদিয়া, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না’ এবং ‘বাতাস লাইগাছে যার অন্তরে’। অডিও-ভিডিও দুই আকারে বের হবে এগুলো। এখন নতুন সংগীতায়োজনে তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন রুমি। তিনি বললেন, ‘নিজের দেশে নিয়মিত গান-বাজনা করবেন জানিয়ে রুমি বললেন, ‘এখানে প্রাণখুলে বাংলায় গেয়ে যেতে চাই। ’

এদিকে বন্ধুদের নিয়ে একটি গানের দল তৈরির পরিকল্পনাও করেছেন রুমি। নাম রাখবেন ‘রুমি অ্যান্ড ফ্রেন্ডস’। তার ইচ্ছে উত্তরাঞ্চলের ফোক গান নিয়ে কাজ করা। ইতিমধ্যে বেশকিছু গান সংগ্রহ করেছেন।

রুমি কয়েকটি মিশ্র অ্যালবামে গেয়েছেন। এর মধ্যে ‘মাটি হব মাটি’, ‘দুনিয়া’, ‘মাওলা’ গানগুলো জনপ্রিয় হয়েছে। তার একটি একক অ্যালবাম প্রকাশিত গানচিল থেকে, নাম ‘তার ছেঁড়া’।

* ‘মাটি হবো মাটি’ গানের ভিডিও : 




বাংলাদেশ সময় : ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।