ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

গায়িকা থেকে সম্পাদক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, নভেম্বর ২৫, ২০১৫
গায়িকা থেকে সম্পাদক লেডি গাগা

গান গেয়ে দুনিয়া জয় তো করেছেনই, ‘দ্য আমেরিকান হরর স্টোরি: হোটেল’-এ অভিনয় দক্ষতাও দেখিয়েছেন। এবার সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মার্কিন গায়িকা লেডি গাগা।

ভি ম্যাগাজিনের জানুয়ারি মাসের প্রচ্ছদকন্যা হওয়ার পাশাপাশি অতিথি সম্পাদক হিসেবেও কাজ করছেন ২৯ বছর বয়সী এই তারকা।

নতুন সংখ্যা প্রসঙ্গে গাগা জানান, শিল্পকলা ও ফ্যাশনের প্রতি সবার সম্মিলিত আগ্রহ প্রকাশ ও পরিবর্তনের পদক্ষেপকেই তুলে ধরা হচ্ছে এতে।

ভি ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্টিফেন গ্যান জানান, গাগাকে ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা ও অতিথি সম্পাদক হিসেবে বেছে নেওয়ার জন্য বেশি ভাবতে হয়নি! দারুণ সংগীতশিল্পী, অদ্ভুত ফ্যাশনের প্রবর্তন ও সম্পাদকীয় মনোভাব রয়েছে তার মধ্যে।     

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।