ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

বিনোদন

প্রভার ‘২০ টাকা রিচার্জ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
প্রভার ‘২০ টাকা রিচার্জ’ প্রভা

কিছুদিন আগে মেয়েটির বাবা মারা গেছে। এরপর থেকে কারণে-অকারণে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে মা।

একদিন প্রকাশ পায়, মেয়েটি তাদের সন্তান নয়। ওকে দত্তক আনা হয়েছিলো। এই বাস্তবতা মানতে পারছিলো না মেয়েটি। সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এটি একটি টেলিছবির গল্প। হতভাগ্য মেয়েটির ভূমিকায় অভিনয় করেছেন বোকাবাক্সের জনপ্রিয় অভিনেত্রী প্রভা।

প্রভা জানান, বিচিত্র ধরনের চরিত্রে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। গল্প ও চরিত্রটি তার পছন্দ হয়েছে। এ কারণেই অভিনয় করা। টেলিছবিটির নাম ‘২০ টাকা রিচার্জ’। পরিচালনা করেছেন রাইসুল রনি।

পরিচালক জানান, গল্পে দেখা যাবে আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী প্রভা। রাত-দিন যখনই সময় পায় সে তখনই ফোনে কথা বলে। এভাবে কাটছিলো দিনগুলো। কিন্তু বাবার মৃত্যুর পর ওর জীবনে নেমে আসে ট্র্যাজেডি।

প্রভার পাশাপাশি এতে আরও আছেন বড়দা মিঠু, মুনিরা মিঠু, রাজীব সালেহীন প্রমুখ। দৃশ্যধারণ শেষে টেলিছবিটি এখন আছে সম্পাদনার টেবিলে। অচিরেই একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘২০ টাকা রিচার্জ’।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।