ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩৫ বছর পেরিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
৩৫ বছর পেরিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশান

সাল ১৯৮০। তৈরি হয় নাট্যশিল্পীদের স্বপ্নের একটি সংগঠন।

লক্ষ্য গ্রুপ থিয়েটার আন্দোলনকে আরও বিকশিত করা। সংগঠনটির নাম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। রোববার (২৯ নভেম্বর) পথচলার ৩৫ বছর পূর্ণ করছে এটি। দিনটি পালিত হবে গ্রুপ থিয়েটার দিবস হিসেবে। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী জানান, আগামীকাল বিকেল সাড়ে তিনটায় থাকছে শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে এটি শেষ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এসে।

সন্ধ্যা সাড়ে ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। এখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়াও অংশ নেবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকেরা। তাদের মধ্যে আছেন রামেন্দু মুজুমদার, নাসিরউদ্দীন ইউসুফ, আতাউর রহমান, মামুনুর রশীদ, সারা যাকের, ম. হামিদ, দেব প্রসাদ দেবনাথ প্রমুখ। সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী।

সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে চারটি নাট্যদলের নাটকের অংশবিশেষ প্রদর্শন করা হবে। এগুলো হলো- নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার বেইলি রোড, আরণ্যক নাট্যদল ও ঢাকা থিয়েটার।

২০১৬ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের তিন যুগ পূর্ণ হবে। এ উপলক্ষে সংগঠনটি বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শুরু হচ্ছে ‘গ্রুপ থিয়েটার দিবস’ উদ্যাপনের মধ্য দিয়ে।



বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।