ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

বিনোদন

পহেলা ডিসেম্বর ব্যান্ড ফেস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পহেলা ডিসেম্বর ব্যান্ড ফেস্ট

তরুণদের মাঝে বাংলাদেশের ব্যান্ড সংগীতের শুদ্ধ চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো চ্যানেল আই আয়োজন করেছে ‘ব্যান্ড ফেস্ট’। এতে অংশ নেবে দেশের ১৩টি ব্যান্ড।

এগুলো হলো এলআরবি, উচ্চারণ, অবসকিওর, প্রমিথিউস, আর্ক, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, তিরন্দাজ, ব্ল্যাক, জলের গান, বাংলাদেশ, দি ব্রাদারহুড প্রজেক্ট, পিপীলিকা, মেট্রিক্যাল।

বিজয়ের মাসের প্রথম দিন পহেলা ডিসেম্বর সকাল ১১টা ০৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে দিনব্যাপী ব্যান্ড ফেস্টের উদ্বোধন হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। উপস্থাপনা করবেন অপু মাহফুজ, প্রযোজনায় অনন্যা রুমা। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক পার্কি বিস্কুট।

এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উৎসবের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রসারে সকলে মিলে কাজ করলে অবশ্যই আমাদের ব্যান্ড সংগীত বিশ্বে গুরুত্বের সঙ্গে স্থান পাবে। ’

সংবাদ সম্মেলনে সংগীতশিল্পীদের মধ্যে আরও ছিলেন হাসান, বিপ্লব, বাপ্পা মজুমদার, কনক, টনি, বাংলাদেশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওমর খালেদ রুমী।

বাংলাদেশ সময় : ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।