ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

এক কানাকড়িও নেননি রণবীর সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, নভেম্বর ২৯, ২০১৫
এক কানাকড়িও নেননি রণবীর সিং রণবীর সিং

‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ করার বেলায় হাড়খাটুনি পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। ট্রেলার দেখেই বোঝা গেছে সেটা।

কিন্তু বিনিময়ে এক কানাকড়িও নেননি বলিউডের এই অভিনেতা। খবর বলিউড লাইফের।

জানা যায়, পারিশ্রমিকের পরিবর্তে লভ্যাংশ ভাগাভাগির চুক্তি করেছেন রণবীর। ৩০ বছর বয়সী এই অভিনেতার আগে থেকেই শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণ নিজেদের অভিনীত ছবির মুনাফার ভাগ নিয়ে থাকেন।

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’তে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। এটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এ ছবির গানগুলো এরই মধ্যে সাড়া ফেলেছে।  

* ‘বাজিরাও মাস্তানি’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।