ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

বিনোদন

ষোল বছরে একটা মিউজিক ভিডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ষোল বছরে একটা মিউজিক ভিডিও

‘প্রাপ্তবয়স্কের নিষিদ্ধ’ দিয়ে ১৯৯৭ সালে যে ব্যান্ড, মাকসুদ ও ঢাকা’র শুরু, সেটি এখনও সমকালীন। তাদের গান সময়ের কথা বলেছে।

বিদ্রোহ করেছে কখনও। জাগিয়ে দিয়েছে। মজার বিষয় হচ্ছে, গত ষোল বছরে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের কোনো মিউজিক ভিডিও বের হয়নি। ‘এর আগে একটা হয়েছিলো ১৯৯৯ সালে’- বললেন ব্যান্ডটির মূল গায়ক মাকসুদুল হক।

২০১৪ সালে বাজারে আসা ‘শব্দচিত্র’ অ্যালবামের ‘জাগরণের মন্ত্রণা’ এতোদিনে মিউজিক ভিডিওর আকার পেলো। রোববার (২৯ নভেম্বর) ভিডিওটি প্রকাশিতও হয়েছে। মাকসুদ ও ঢাকার সদস্যরা এতে অংশ নিয়েছেন। নির্দেশনায় দিয়েছেন রেদোয়ান হামিদ।

‘এই প্রেমহীনা ভালোবাসা, ছবি দেখে ভালো লাগা, যুগের মন্ত্রণা/ রাত দিন যোগাযোগ, নেই তাতে মনোযোগ, সব কিছু প্রবঞ্চনা’- এমন কথার গানটিতে উঠে এসেছে ফেসবুক-টুইটার-ভাইবার, ভার্চুয়াল দুনিয়ায় প্রেমের রূপ-বৈচিত্র।

মাকসুদ জানাচ্ছেন, “এর আগে ‘পরওয়ারদিগার’ গানটি মিউজিক ভিডিও আকারে বেরিয়েছিলো বছর দু’য়েক আগে। গণজাগরণ মঞ্চের কর্মীরা তৈরি করেছিলো সেটি। তাতে আমি একাই ছিলাম। গত ষোলো বছরের মধ্যে ‘জাগরণের মন্ত্রণা’ই ব্যান্ডটির প্রথম পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। ”

* ‘জাগরণের মন্ত্রণা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।