ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

বিনোদন

ঢাবিতে সপ্তাহজুড়ে দেখা যাবে নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ঢাবিতে সপ্তাহজুড়ে দেখা যাবে নাটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ আয়োজন করেছে নাট্যোৎসবের। ‘দশম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫’ অনুষ্ঠিত হবে সপ্তাহজুড়ে।

‘শিল্পের মুক্ত ভাষা অভিমুখে’- স্লোগান নিয়ে আগামী ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এ উৎসব শুরু হবে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান ও দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকবে উদ্বোধনী নৃত্য প্রদর্শনী। পরিবেশন করবেন কাজী তামান্না হক সিগমা ও অমিত চৌধুরী।

একই দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে মার্টিন শেরম্যানের নাটক ‘দ্য বেন্ট’। নাটকটি অনুবাদ ও নির্দেশনায় রয়েছেন শাহারুল ইসলাম। এ ছাড়া পর্যায়ক্রমে প্রতি সন্ধ্যায় মঞ্চস্থ হবে আরও ছয়টি নাটক।

এরমধ্যে রয়েছে সাইমা ফারজানার নির্দেশনায় ‘কালের যাপনরঙ্গ’, নাজমুল হুদা সাকীর নির্দেশনায় ‘ডেথ নকস্’, কামরুল ইসলামের রচনা ও নির্দেশনায় ‘ভস্ম’, সাওগাতুল ইসলাম হিমেলের নির্দেশনায় ‘৪.৪৮ সাইকোসিস’, ইশতিয়াক খান পাঠানের নির্দেশনায় ‘ক্রেভ এ্যান্ড নট ক্রেভ’ ও ধীমান চন্দ্র বর্মনের নির্দেশনায় ‘ব্রাত্য’।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।