ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাহরুখের সব প্রশংসা জুহির জন্য!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, ডিসেম্বর ১, ২০১৫
শাহরুখের সব প্রশংসা জুহির জন্য! শাহরুখ খান ও জুহি চাওলা

বলিউডে কাজলের পাশাপাশি জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের রসায়ন দারুণ জমে। নব্বই দশকে এ জুটির বেশ কয়েকটি ছবি ব্যবসাসফল হয়েছে, দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।

উদাহরণ হিসেবে বলা যায় ‘ডর’ (১৯৯৩), ‘রাজু বান গ্যায়া জেন্টেলম্যান’ (১৯৯২), ‘ইয়েস বস’ (১৯৯৭), ‘ডুপ্লিকেট’ (১৯৯৮) প্রভৃতি। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকও তারা।

গত ২৯ নভেম্বর শাহরুখ-জুহি জুটির ‘রাম জানে’ মুক্তির ২০ বছর পূর্তি হয়েছে। পুরনো দিনের স্মৃতি হাতড়ে নস্টালজিয়ায় ভোগেন তারা। শাহরুখের সঙ্গে নিজের অভিনীত ছবিটির একটি মুহূর্ত টুইটারে পোস্ট করে জুহি লিখেছেন, ‘কী দারুণ একটা ছবি আমার! বুঝতে পারিনি আমাকে এতো সুন্দর লাগতো!’

জুহির টুইটের উত্তরে ৫০ বছর বয়সী শাহরুখ লেখেন, ‘তোমাকে দেখতে সবসময়ই ভালো লাগে। ‘রাম জানে’র এতোগুলো বছর চলে গেলো! ছবিটির পুরো টিমকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।