ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

বিনোদন

গল্পটা মুক্তির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
গল্পটা মুক্তির

১৯৭১ সালের বাঙালিরা জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলো মুক্তির জন্য। দীর্ঘ নয় মাসের লড়াই আর অনেক ত্যাগে এসেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা।

মুক্তিকামী বাঙালি পেয়েছে নতুন মানচিত্র। সেই গৌরবের গল্প নিয়েই তৈরি হয়েছে টেলিছবি। বিষয় মুক্তিযুদ্ধ, তাই এর নামও রাখা হয়েছে ‘গল্পটা মুক্তির’।

টেলিছবিটিতে মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। এ চরিত্রের জন্য নিজেকে মানিয়ে নিতে লম্বা দাড়ি মুখে নিতে হয়েছে তাকে। রূপসজ্জার মাধ্যমে চেহারাও করতে হয়েছে তামাটে।

নিশোর পাশাপাশি এতে অভিনয় করেছেন তিশা, নরেশ ভূঁইয়া ও অনেকে। চ্যানেল আইতে বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে ‘গল্পটা মুক্তির’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

বাংলাদেশ সময় : ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।