ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যাত্রা প্যান্ডেলে হামলার প্রতিবাদে মানববন্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
যাত্রা প্যান্ডেলে হামলার প্রতিবাদে মানববন্ধন

গত ৪ ডিসেম্বর রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজি মন্দির প্রাঙ্গণে যাত্রাপালার প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে যাত্রাশিল্পী ও সংস্কৃতিমনা মানুষের মনে।

ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ।

জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে মানববন্ধন। একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে থাকছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ও যাত্রানট মিলন কান্তি দে বলেন, ‘যাত্রা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প। যাত্রা বাঙালির চেতনা, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার নিয়ে কথা বলে। সংস্কৃতি ধ্বংস করার এই নগ্ন তৎপরতার বিরুদ্ধে আমরা চরম ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।