ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

বিয়ে হলো অনুপমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বিয়ে হলো অনুপমের

অনুপম রায়ের জীবনে অবশেষে স্থায়ীভাবে ‘বসন্ত এসে গেছে’। যে তিনি কণ্ঠে আর্তি তুলেছিলেন ‘বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই’; সে আঙুল ধরা দিয়েছে।

চার হাত এক হয়েছে শুভ লগ্নে। ভারতীয় এই কণ্ঠশিল্পী-গীতিকার-সংগীত পরিচালক বিয়ে করেছেন। পাত্রী তারই দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তী। এখন অনুপম বলতেই পারেন, ‘ঘন শীতে ভয়ে ভয়ে, শাল মুড়ি দিয়ে আর পুড়বো না। ’

৬ ডিসেম্বর ছিলো শুভদিন। সাদামাটা আয়োজনেই ওইদিন বিয়েটা হয়ে গেলো অনুপম-পিয়ার। চিরবন্ধনে জড়ালেন তারা। জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়নি। দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন সেখানে।

অনুপমের স্ত্রী পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নইদার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এই বন্ধুত্ব পরবর্তীতে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। এর সফল সমাপ্তি হলো বিয়েতে।

* ‘পাঁচ টাকা দিয়ে দিনের শুরু, ষোল টাকা দিয়ে শেষ’
* ‘এই গন্ডি আর সীমান্ত হলো বোকা বোকা ব্যাপার!’

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।