অনুপম রায়ের জীবনে অবশেষে স্থায়ীভাবে ‘বসন্ত এসে গেছে’। যে তিনি কণ্ঠে আর্তি তুলেছিলেন ‘বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই’; সে আঙুল ধরা দিয়েছে।

৬ ডিসেম্বর ছিলো শুভদিন। সাদামাটা আয়োজনেই ওইদিন বিয়েটা হয়ে গেলো অনুপম-পিয়ার। চিরবন্ধনে জড়ালেন তারা। জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়নি। দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন সেখানে।

অনুপমের স্ত্রী পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নইদার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এই বন্ধুত্ব পরবর্তীতে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। এর সফল সমাপ্তি হলো বিয়েতে।
* ‘পাঁচ টাকা দিয়ে দিনের শুরু, ষোল টাকা দিয়ে শেষ’
* ‘এই গন্ডি আর সীমান্ত হলো বোকা বোকা ব্যাপার!’
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ