ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

ক্রেগকে পেয়ে সুখী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ক্রেগকে পেয়ে সুখী

জেমস বন্ড চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়েছে। তবে এ নিয়ে মোটেই বিচলিত হন না তার অর্ধাঙ্গিনী র‌্যাচেল ভাইস।

বরং ব্রিটিশ এই অভিনেতাকে বিয়ে করে তিনি অনেক খুশি।

ক্রেগের মতো জীবনসঙ্গী পেয়ে সুখেই আছেন বলে জানালেন র‌্যাচেল। তাদের পরিবারও চমৎকার। নিজের পেশাগত জীবন নিয়েও খুশি তিনি। ক্রেগের সঙ্গে এক ছাদের নিচে থাকার অভিজ্ঞতা কেমন? হ্যালো ম্যাগাজিনের এমন প্রশ্নের উত্তরে ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ওকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। জীবন ভালোভাবেই কাটছে। আমি অনেক সুখী। আমার চমৎকার একটি পরিবার আছে। আর আমার ক্যারিয়ারও ভালো যাচ্ছে। ’

ব্যক্তিজীবনে র‌্যাচেল কিছুটা কুসংস্করাচ্ছন্ন মানুষ। এ কারণে অকল্যাণ হতে পারে ভেবে সংসার নিয়ে খুব বেশি কথা বলেন না তিনি। তাছাড়া বন্ড সিরিজের ছবির সুবাদে ৪৭ বছর বয়সী ক্রেগের খ্যাতি তুঙ্গে। ফলে সুখী দাম্পত্য জীবনের জন্য গণমাধ্যম থেকে নিজেদের সংসারকে বরাবরই দূরে রাখার চেষ্টা করেন র‌্যাচেল।

২০১১ সালে চুপিসারে বিয়ে করেন ক্রেগ ও র‌্যাচেল। র‌্যাচেলের আগের ঘরের পুত্রসন্তান হেনরি (৯) আর ক্রেগের আগের সংসারের কন্যাসন্তান এলাকে (২৩) নিয়ে তাদের পরিবার।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।