ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

ম্যাডোনার হারিয়ে যাওয়া নগ্ন ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ম্যাডোনার হারিয়ে যাওয়া নগ্ন ছবি ম্যাডোনা

১৯৭৯ সালের কথা। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যাডোনার কিছু ছবি তুলেছিলেন চিত্রগ্রাহক মার্টিন এইচ.এম. শ্রেইবার।

কিন্তু সেগুলোর কোনো হদিস ছিলো না। এতো বছর পর খোঁজ মিলেছে সেইসব ছবির। যার সবকটিতেই তিনি অনাবৃত।

ম্যাডোনা তখন ২০ বছরের তরুণী। টুকটাক কাজ করতেন মডেল হিসেবে। তখনও পপতারকা হিসেবে খ্যাতি পাননি তিনি। নিউইয়র্কের পার্সন্স নিউ স্কুলে ‘ফটোগ্রাফিং দ্য ন্যুড’ শীর্ষক এক কর্মশালায় শ্রেইবারের ছবির মডেল হন ম্যাডোনা৷ খুঁজে পাওয়া নগ্ন ছবিগুলো সেখানকারই।

তিন দশক আগের সাদাকালো ছবিগুলো নিয়ে প্রকাশ হচ্ছে ‘ম্যাডোনা: ন্যুডস টু’ নামের একটি গ্রন্থ। ফ্রান্সের প্যারিসে ৮ ডিসেম্বর থেকে একটি প্রদর্শনীতে দেখা যাচ্ছে এগুলো। এই সিরিজকে বলা হচ্ছে ‘দ্য লস্ট ন্যুডস’।  এর মধ্যে একটি ছবি আগামী মাসে নিউইয়র্কে নিলামেও উঠবে।  

এর আগেও নগ্ন ছবি বিতর্কে জড়ায় ম্যাডোনার নাম। ফ্যাশন ফটোগ্রাফার স্টিভেন মেইজেলের তোলা নগ্ন ছবি নিয়ে ১৯৯২ সালে ‘সেক্স’ নামে একটি বিতর্কিত বই প্রকাশ করেন ম্যাডোনা নিজেই।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।