ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ফিরে চল মাটির টানে’ আবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
‘ফিরে চল মাটির টানে’ আবার

রাজধানীর বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনের (বিএসআই) পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ২০ ছাত্রীর নতুন অভিজ্ঞতা হলো। তারা শীতের সকালে গিয়েছিলো একটি গ্রামে।

যেখানে শীতের পিঠার সঙ্গে পরিচয় হয়েছে তাদের।

পাশাপাশি শিক্ষার্থীরা স্থানীয় কৃষকের ক্ষেতে আলু রোপণ করেছে। মুন্সীগঞ্জ জেলা সদরের বাগেশ্বর গ্রামে গিয়েছিলো তারা। তাদের এই অভিজ্ঞতা সম্ভব হয়েছে চ্যানেল আইয়ের কারণে। চ্যানেলটির ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উদ্যোগে ‘ফিরে চল মাটির টানে- জুনিয়র কার্যক্রম পঞ্চম মৌসুমে দেখা যাবে এই কিশোরীদের।

অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ১২ ডিসেম্বর রাত ৯টা ৫০ মিনিটে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।