ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

একমঞ্চে বাপ্পা ও নিশীতা বড়ুয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
একমঞ্চে বাপ্পা ও নিশীতা বড়ুয়া বাপ্পা মজুমদার ও নিশীতা বড়ুয়া

আগামী ১০ ডিসেম্বর বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স স্বপ্নডানা’।

সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মনোরঞ্জনের জন্য সেখানে থাকবে সংগীত পরিবেশনা ও নৃত্য। মঞ্চে হাজির থাকবে জনপ্রিয় ব্যান্ড বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেণ্ডস ও ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও বগুড়া এরিয়া। বাপ্পা ও নিশীতার পাশাপাশি আরও গান শোনাবেন ক্লোজআপ ওয়ান শিল্পী সাব্বির। এতে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা তমা মির্জা ও সোহেল। সঙ্গে থাকবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের নৃত্যশিল্পীরা।

আয়োজকরা জানান, খন্দকার ইসমাইলের উপস্থাপনা,  মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের যৌথ প্রযোজনায় ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স স্বপ্নডানা’ অনুষ্ঠানটি এটিএন বাংলায় ১০ ডিসেম্বর রাত ৭টা ৪০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।