ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

সেরা পরিচালক আবু শাহেদ ইমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, ডিসেম্বর ১১, ২০১৫
সেরা পরিচালক আবু শাহেদ ইমন আবু শাহেদ ইমন

আবু শাহেদ ইমন ‘জালালের গল্প’ দিয়েই শুরু করেছেন ছবি নির্মাণ। প্রথম ছবি বিভিন্ন দেশের আন্তর্জাতিক উৎসবগুলোতে পুরস্কৃত হয়েছে।

পরিচালক হিসেবে তিনিও প্রশংসিত হয়েছেন। ভারতের কেরালায় সম্প্রতি অনুষ্ঠিত হলো কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে ‘জালালের গল্প’-এর জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন আবু শাহেদ ইমন।

এ বছর ছিলো উৎসবের ২০তম আসর। ৪ ডিসেম্বর থেকে শুরু হয় উৎসব। আজ (১১ ডিসেম্বর) ছিলো এর শেষদিন। জানা গেছে, মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় বিভিন্ন দেশের ২০টি চলচ্চিত্র। এর মধ্যে আবু শাহেদ ইমনকেই ‘জালালের গল্প’-এর জন্য এবারের আসরের সেরা নবাগত পরিচালক হিসেবে সম্মানিত করেছেন বিচারকরা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।