ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

আবার মা হচ্ছেন জেনেলিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আবার মা হচ্ছেন জেনেলিয়া! জেনেলিয়া ডি’সুজা

ফের মা হতে যাচ্ছেন জেনেলিয়া ডি’সুজা। ২০১৬ সালে দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন বলিউডের এই অভিনেত্রী।

চারদিকে এখন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলো নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। তবে এরই মধ্যে সব কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। তারপর থেকেই তার মা হওয়‍া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রিতেশের পরিবার থেকে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি।

২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিতেশ দেশমুখ ও জেনেলিয়‍া ডি’সুজা। রিয়ান নামে তাদের এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

বাংলাদেশে সময়: ১৪০৬, ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।