ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

গান চোর অ্যাডেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, ডিসেম্বর ১২, ২০১৫
গান চোর অ্যাডেল! অ্যাডেল

অ্যাডেলের তৃতীয় স্টুডিও অ্যালবাম কম সময়ে বেশি বিক্রির দিক দিয়ে সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। প্রকাশের ১০ দিনে লাখ লাখ কপি বিক্রি হয়েছে এর।

কিন্তু এ অ্যালবামের ‘মিলিয়ন ইয়ারস অ্যাগো’ গানটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে।

অ্যাডেলের গানের সুরের সঙ্গে ১৯৮৫ সালে ধারণকৃত বিখ্যাত কুর্দি গায়ক আহমেত কায়ার ‘ক্লিংগিং টু পেইন’ শিরোনামের গানটির সঙ্গে অনেক মিল! ২০০০ সালে কায়া মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুর্কিদের অভিযোগ, ২৭ বছর বয়সী এই ব্রিটিশ গায়িকা সচেতনভাবেই সুর চুরি করেছেন। এ নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি এখনও।

* ‘মিলিয়ন ইয়ারস অ্যাগো’ ও ‘ক্লিংগিং টু পেইন’ গানের সাদৃশ্য নিয়ে সাজানো ভিডিও :


বাংলাদেশ সময় : ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।