ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

১০ বছর পর কানিজ সুবর্ণার মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, ডিসেম্বর ১২, ২০১৫
১০ বছর পর কানিজ সুবর্ণার মিউজিক ভিডিও

প্রায় ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন কানিজ সুবর্ণা। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে রম্য খানের নির্দেশনায় এর চিত্রায়ন হয়।

ডিজে রাহাতের সংগীতায়োজনে সাজানো গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। আজ থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে দেখা যাবে ভিডিওটি।

এ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি বানানো হয়েছে। ’ ডিজে রাহাত বলেন, ‘ভিডিওটির মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করেছি আমরা। এতে কানিজ আপার সঙ্গে আমি নিজেও অংশ নিয়েছি। সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে। ’
 
আগামী বছরের ভালোবাসা দিবসে বাজারে আসবে মিশ্র অ্যালবাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। এতে থাকবে ‘সাড়া দাওনা’ গানটি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেএইচ

* আবার কানিজ সুবর্ণার গান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।