ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

‘স্যাটারডে নাইট’ ও মম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘স্যাটারডে নাইট’ ও মম মম / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত কয়েক বছরে ধারাবাহিক নাটকে জাকিয়া বারী মমর দেখা একেবারেই কম। প্রস্তাব দিলেই তার উত্তর ছিলো অনেকটা এ রকম- ‘স্যরি, আমি সিরিয়াল করতে চাচ্ছি না।

’ এ অনিচ্ছুক সময়ের মাঝেও এনটিভির দীর্ঘ ধারাবাহিক ‘ভালোবাসার চতুষ্কোণ’-এ ছিলেন তিনি। তারপর দু’টি চলচ্চিত্র পরপর- ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘ছুঁয়ে দিলে মন’ নিয়ে মগ্ন ছিলেন। দাপিয়ে একক নাটকে অভিনয় চালিয়ে গেছেন।

কিন্তু ধারাবাহিক? একেবারেই না। সম্প্রতি অনেকদিন পর মম-কেন্দ্রিক নতুন ধারাবাহিক নাটকের খবর মিললো। নাম ‘স্যাটারডে নাইট’। দৃশ্যধারণ হচ্ছে ব্যাংককের পাতায়ায়। এতে অভিনয়ের জন্য গত ৮ ডিসেম্বর তিনি পাড়ি জমিয়েছেন সেখানে। সঙ্গে রয়েছেন আবুল হায়াত, তানিয়া আহমেদ, এফএস নাঈম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, নীলাঞ্জনা নীলা-সহ অনেকেই।

ধারাবাহিকটি পরিচালনা করছেন রায়হান খান। পাতায়া থেকে মম জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর এর কাজ শেষ হবে। তারপরই দেশে ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
কেবিএন/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।