দীর্ঘ ৪৪ বছর অপেক্ষার পর এবারের ১৬ ডিসেম্বর ছিটমহলবাসীদের জন্য বাংলাদেশি পরিচয়ে প্রথম বিজয় দিবস। এই ঐতিহাসিক গৌরবোজ্জ্বল মুহূর্ত উদযাপন করতে গ্রামীণফোন আয়োজন করেছে ‘প্রথম বিজয় উল্লাস’।
আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে পঞ্চগড়ের গাড়োতি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এটি। প্রধান অতিথি হিসেবে আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
অনুষ্ঠানে শত শত কণ্ঠে পরিবেশন করা হবে বিজয়ের গান। তাদেরকে নেতৃত্ব দেবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই আয়োজনে সহায়তা করছে সংস্কৃতিক মন্ত্রণালয় ও বেসরকারি টিভি চ্যানেল আই।
বাংলাদেশ সময় : ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেএইচ