ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

চট্টগ্রামে অনিল বাগচীর পাঁচদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
চট্টগ্রামে অনিল বাগচীর পাঁচদিন

গত ১১ ডিসেম্বর থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি । ঢাকার পর এবার চট্টগ্রামে যাচ্ছে এটি।

বিজয় দিবস উপলক্ষে বন্দর নগরীর দর্শকদের জন্য ৫ দিনের প্রদর্শণী হবে ছবিটির।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস থেকে জানানো হয়,  আগামী ১৮ ডিসেম্বর থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ছবিটির প্রদর্শনী হবে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন প্রদর্শনী থাকছে বেলা ১১টা, বিকেল ৩টা ও ৫টা এবং সন্ধ্যা ৭টায়।

জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে তৈরি হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সৈয়দ আরেফ। আরও আছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু। একটি বিশেষ চরিত্রে আছেন মিশা সওদাগর প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।