ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

বন্যার্তদের জন্য অক্ষয়ের ১ কোটি রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বন্যার্তদের জন্য অক্ষয়ের ১ কোটি রুপি অক্ষয় কুমার

শাহরুখ খানের পর এবার ভারতের চেন্নাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন এই নায়ক।

গত ১ ডিসেম্বর (শুক্রবার) চেন্নাইয়ে বন্যায় গৃহহীন হন অনেকে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২৫ জন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, ভূমিকা ট্রাস্ট নামক একটি সংস্থার মাধ্যমে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন ৪৮ বছর বয়সী অভিনেতা।

শুধু তিনি একাই নন, এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এছাড়াও দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত ১০ লাখ এবং ‘সিংঘাম’ তারকা সুরিয়া ২৫ লাখ রুপি অনুদান দিয়েছেন। অভিনেতা অল্লু অর্জুন ২৫ লাখ রুপি ও মহেশ বাবু দিয়েছেন ১০ লাখ রুপি। এ ছাড়া দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ‘বাহুবলি’ তারকা রানা দাগ্গুবাতি ‘মানা মাদ্রাস কসম’ নামে একটি অভিযান কর্মসূচি চালু করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।