ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

হৃতিক-সোনমকে নিয়ে ‘আশিকি থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, ডিসেম্বর ১৭, ২০১৫
হৃতিক-সোনমকে নিয়ে ‘আশিকি থ্রি’ সোনম কাপুর ও হৃতিক রোশন

বলিউডের সফল ফ্রাঞ্চাইজি ‘আশিকি’র তৃতীয় কিস্তিতে জুটি বাঁধছেন হৃতিক রোশন ও সোনম কাপুর। বলিউডের সর্বত্র এখন এই গুঞ্জন।

জানা গেছে, ছবিটির নাম রাখা হয়েছে ‘আশিকি থ্রি’। পরিচালনা করবেন ‘তেভার’খ্যাত অমিত শর্মা।
 
সম্প্রতি ‘আশিকি’ (১৯৯০) ছবির জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’র নতুন সংস্করণের ভিডিওতে একসঙ্গে মডেল হন হৃতিক-সোনম। এটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। দর্শক-সমালোচক সবার ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই ভিডিও।

‘আশিকি’ ছবিটি তৈরি হয়েছিলো নব্বই দশকের নবীন তারকা রাহুল রায় ও অনু আগারওয়ালকে নিয়ে। ‘আশিকি টু’র জুটি আদিত্য রায় কাপুর আর শ্রদ্ধা কাপুরও ছিলেন উঠতি তারকা। সেদিক দিয়ে হৃতিক-সোনমের মাধ্যমে এ সিরিজে এবারই প্রথম প্রতিষ্ঠিত তারকাদের নেওয়া হলো।
 
হৃতিক এখন আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ আর সোনম ব্যস্ত ‘নীরজা’ নামের একটি ছবি নিয়ে।

* ‘ধীরে ধীরে’ গানের মিউজিক ভিডিও :


বাংলাদেশ সময় : ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।