ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতা থেকে জনি হক

বাংলাদেশ বিজয় উৎসবে বিপুল দর্শক সমাগম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বাংলাদেশ বিজয় উৎসবে বিপুল দর্শক সমাগম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় উৎসবে অংশগ্রহণ করছেন পশ্চিমবঙ্গের মানুষ। উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিসপত্র আর খাবার-দাবারের প্রতি তাদের আগ্রহ বেশ লক্ষ্যণীয়।



মহান বিজয় দিবস উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের এই আয়োজন বেশ সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উৎসবের তৃতীয় দিন দর্শক সমাগম ছিলো আগের দুদিনের তুলনায় দ্বিগুণ। তাই কলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনার জকি আহাদ দারুণ উচ্ছ্বসিত।

সাংস্কৃতিক পরিবেশনার জন্য বানানো মঞ্চের উল্টো দিকে ঢাকাই জামদানি, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, বুটিক, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী, হস্তশিল্প ক্রেতার সংখ্যাও বেড়েছে। তবে সব আকর্ষণ যেন জামদানিতে!

একইভাবে বাংলাদেশের নানা সুস্বাদু খাবারের প্রতিও এখানকার মানুষের খুব আগ্রহ। ফুড কোর্টে ভিড় দেখে সেটা বোঝা গেলো অনায়াসে। কাচ্চি বিরিয়ানি, চিকেন খিচুড়ি, আলু চপ, সমুচা, ফিরনি, তেলে ভাজা পিঠা, পাটি সাপটা পিঠা, পুলি পিঠা, পান্তোয়া পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা ও মিষ্টির লোভ কে সামলাতে পারে!

খাবার আর পণ্যসামগ্রীর পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের গানও মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছেন কলকাতার বাঙালিরা। তৃতীয় দিনের সাংস্কৃতিক পরিবেশনার আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। থাকছে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা, কুষ্টিয়ার লালন শিল্পীগোষ্ঠী, নজরুলসংগীত শিল্পী নাসিমা শাহীন এবং রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায়ের পরিবেশনা।

চতুর্থ দিন (১৮ ডিসেম্বর) গাইবেন তিমির নন্দী (দেশাত্মবোধক গান), পারভীন সুলতানা ও শফি মন্ডল (লোকগীতি), নীতা ব্যানার্জি ও সোনালী রায় (নজরুলসংগীত), তন্ময় মুখোপাধ্যায় ও সুদেষ্ণা সান্যাল রুদ্র (রবীন্দ্রসংগীত), বিশ্বরূপ রূপ ভদ্র ও প্রবীর ভাদুরী (পুরনো বাংলা গান), অনুরূপ মল্লিক, তানিকা ভট্টাচার্য, ফুলডুংরি ও সহজ মানুষ। থাকছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের পরিবেশনা।

সমাপনী দিনে গাইবেন চন্দন সিনহা, কোনাল, অরিন, মারিয়া শিমু ও সামিয়া জাহান মীম। থাকবে কলকাতা ইয়ুথ কয়্যারের পরিবেশনা। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

কলকাতা সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
জেএইচ/এমজেএফ

** বাংলাদেশই বাংলা ভাষাটা ধরে বেঁচে আছে
** জমে উঠেছে বাংলাদেশ বিজয় উৎসব
** বিজয় দিবসের কাকভোরে কলকাতার পথে পথে
** নেতাজী ইনডোর স্টেডিয়ামে এক টুকরো বাংলাদেশ
**কলকাতায় শুরু হলো বাংলাদেশ বিজয় উৎসব
** ‘মমতার অন্তরের একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।