ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

মধুর সঙ্কটে রিহানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, ডিসেম্বর ১৮, ২০১৫
মধুর সঙ্কটে রিহানা

রিহানার নতুন অ্যালবাম তৈরি। কিন্তু সেটা মুক্তি পাচ্ছে না কিছুতেই।

এদিকে ভক্তদের টিজার দেখিয়ে মাত করেছেন রিহানা। তাদের আর তর সইছে না। ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিলো রিহানার নতুন অ্যালবাম ‘অ্যান্টি’ বাজারে আসবে।

২৭ বছর বয়সী এই গায়িকা পড়েছেন মধুর সঙ্কটে। এখনও অ্যালবামে কোন গানগুলো নেবেন, পছন্দ করে উঠতে পারছেন না। বাছাই পর্ব শেষই হচ্ছে না রিহানার।

এদিকে অস্ট্রেলীয় সংগীতশিল্পী সিয়া পুরো ব্যাপারটা রিহানার ভক্তদের বুঝিয়ে বলেছেন। সিয়া রিহানার ‘ডায়মন্ড’ অ্যালবামের কো-রাইটার। তিনি বলেছেন, ‘এই তো সেদিন এলো রিহানা আমার কাছে। আমার লেখা ২৫টা গানের অর্ধেক ওকে শোনালাম। আসলে রিহানা এখনও ঠিক বুঝে উঠতে পারছে না, কোন গানগুলো বাছবে। ’

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বের ১৮, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।