ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তির দিনেই বাকযুদ্ধে শাহরুখ ও দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
মুক্তির দিনেই বাকযুদ্ধে শাহরুখ ও দীপিকা! শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

একই দিনে মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত দুই ছবি ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’। মুক্তির প্রথম দিনেই (১৮ ডিসেম্বর) বিপত্তির মুখে পড়েছে এগুলো।

অন্যদিকে ছবি দুটির প্রধান দুই অভিনয়শিল্পী শাহরুখ খান ও দিপীকা পাড়ুকোন বাকযুদ্ধে জরিয়েছেন।

জানা যায়, ভারতের পুনের সিটি প্রাইড প্রেক্ষাগৃহে বিজেপি কর্মীদের বিক্ষোভে বন্ধ করে দেওয়া হয়েছে ‘বাজিরাও মাস্তানি’র প্রদর্শনী। সকাল ৮টায় প্রথম শো বাতিল করে দেওয়া হয়। সঞ্জয় লীলা বানশালির ছবিটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি।

অন্যদিকে বিজেপি যুব মোর্চার সদস্যদের প্রবল বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেলো মধ্যপ্রদেশের জব্বলপুরে সমদরিয়া মালে শাহরুখ খান ও কাজল দেবগণ জুটির ‘দিলওয়ালে’। প্রেক্ষাগৃহের বাইরে সকাল থেকেই বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই ঘটনায় বেজায় চটেছেন শাহরুখপ্রেমীরা। এর আগে ইলাহাবাদেও ‘দিলওয়ালে’র প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।

এদিকে একইদিনে 'দিলওয়ালে' আর 'বাজিরাও মাস্তানি'র মুক্তি নিয়ে জলঘোলা হচ্ছে শাহরুখের একটি মন্তব্যে। কিংখান বলেছিলেন কোনও প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিশ্বাসী নন। তবে 'বাজিরাও মাস্তানি' নিয়ে খোলামেলা মন্তব্য করেই ফেললেন শাহরুখ খান৷ বললেন, “ওই ছবিটাও বন্ধুরাই বানিয়েছে৷ ওদের সঙ্গে আমাদের কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই৷ আমাদেরটা একটা হাসিখুশি ছবি৷ আর, ‘বাজিরাও মাস্তানি’ শো পিসের মতন ছবি৷ দুটো ছবিরই দর্শক আলাদা৷ অতএব, দুটোই হিট হবে৷”

শাহরুখের মন্তব্যের এর সাফ জবাব দিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’র নায়িকা দিপীকা পাড়ুকোন। তিনি বলেছেন, ‘বুঝতে পারছি না, শো পিস মানে ঠিক কী বলতে চেয়েছেন উনি! আমি দু'জন পরিচালকের সঙ্গেই কাজ করেছি৷ তাই জানি, দু'জনের ধাতটাই আলাদা৷ কোনও তুলনাই করা যায় না দুজনের মধ্যে৷ শাহরুখ কী করে তুলনা টানছেন, কে জানে!’

 এই মন্তব্যের মধ্য দিয়ে শেষ পর্যন্ত শাহরুখের বিপক্ষে মুখ খুললেন দিপীকা! এর আগে এই একই দিনে মুক্তির প্রসঙ্গে টুইটারে লিখেছিলেন, ‘চ্যালেঞ্জটা নিলাম’।

সব মিলিয়ে এই শীতের ঋতুতে বলিউডের হাওয়া তাহলে বেশ গরমই!

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।