দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো, অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনসহ সাধারণ মানুষের দরকারি কিছু গল্প নিয়ে আবার শুরু হচ্ছে টিভি অনুষ্ঠান ‘আমরাই পারি’। অনুষ্ঠানটির তৃতীয় মৌসুম এটিএন বাংলার পর্দায় দেখা যাবে।
‘আমরাই পারি’ অনুষ্ঠানটিতে থাকছে ৮টি পর্ব। এর লক্ষ্য এমন একটি মঞ্চ তৈরি করা যাতে একেক এলাকার মানুষদের দুর্যোগের প্রস্তুতি থেকে শুরু করে অর্থনৈতিক উন্নতি বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও চেষ্টার কথা অন্য এলাকার মানুষেরা জানতে পারেন। এর মাধ্যমে দৈনন্দিন বিভিন্ন সমস্যার সহজ ও সাশ্রয়ী সমাধানও জানা যাবে।
বিবিসি মিডিয়া অ্যাকশন, বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেইস জানান, জন সচেতনতামূলক অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটারিয়ান এইড ডিপার্টমেন্টের আর্থিক সহায়তায়।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন সোহেল হোসেন, দীপান্বিতা ইতি, মনোজ কুমার প্রামাণিক ও সাহানা রহমান সুমি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসও