ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্পর্শিয়ার আরও খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
স্পর্শিয়ার আরও খবর অর্চিতা স্পর্শিয়া/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ বছর স্পর্শকাতর-সুখকর অনেক খবরেরই শিরোনাম হয়েছেন টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাটকে তো দেখা দিচ্ছেন অহরহ।

সম্প্রতি স্পর্শিয়াকেন্দ্রিক যে দু’টো খবর মিললো, সেগুলোও কাজের খবর। তবে অভিনেত্রী নয়, মডেল স্পর্শিয়ার।

নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছে তিনি। প্রাণ চাটনি কিনলে স্যামসাং গ্যালাক্সি পাওয়া যাবে, এর প্রচারণা এ রকমই। বিজ্ঞাপনচিত্রে তাকে দেখা যাচ্ছে, প্রচুর চাটনি কিনে জমিয়ে রেখেছেন। বাবা-মা সেগুলো আবিষ্কার করে ভীষণ উদ্বিগ্ন, ‘আমাদের মেয়ে হয়ে তুই এমন কাজ করতে পারলি?’ বিজ্ঞাপনচিত্রের ধরণ অনুযায়ী শেষে ভুল বোঝাবুঝির অবসান হয়। এটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন।

দ্বিতীয় খবরটি বিজ্ঞাপনচিত্রের নয়, মিউজিক ভিডিওর। অনেকদিন পর মিউজিক ভিডিওর মডেল হিসেবে হাজির হচ্ছেন স্পর্শিয়া। বেলাল খান ও ঝিলিকের গাওয়া ‘তোরই মাঝে’ গানটির দৃশ্যধারণে তিনি অংশ নিয়েছেন এ মাসের মাঝামাঝি। ভিডিওটি নির্মাণ করেছেন সালমান আর খান। গানের কথা ফয়সাল রাব্বিকীনের। গত কোরবানির ঈদে গানটি বাজারে এসেছিলো অডিও আকারে, আর আগামী ৫ জানুয়ারি আসবে ভিডিও। আসবেন মডেল স্পর্শিয়াও।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।