ছবিটি নিয়ে আশার আলো নিভে এসেছিলো প্রায়। ২০১২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিলো দৃশ্যধারণ।
ছবিটির পরিচালক ডায়েল রহমান জানাচ্ছেন, ‘অবশেষে দৃশ্যধারণ শেষ করতে পেরেছি। ’ গত বছরের ৫ ডিসেম্বর শেষ দৃশ্যধারণ হয়েছে। রাজধানীর বনশ্রীতে আদালতের সেট বানিয়ে কাজ হয়েছে ‘দুদু মিয়া’র।
ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়া দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনিই ছবিটির গল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমিন খান। নওশীন যোগ দিয়েছেন তার সঙ্গে।
ডায়েল রহমান জানিয়েছেন, সম্পাদনা প্রায় শেষ। চলছে ডাবিং। সব কাজ শেষে আগামী এপ্রিলে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের। নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার অংশের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিলো। ’ তবে ছবিটির মুক্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা তাকে এখনও জানানো হয়নি বলে বাংলানিউজকে বললেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
কেবিএন/জেএইচ