৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় ঘোষণা করা হলো বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। আগামী ২৮ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণীর আগ পর্যন্ত এ তালিকা নিয়ে হতে থাকবে নানান বিশ্লেষণ।
* এ নিয়ে টানা দুই বছর সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেলো আটটি ছবি।
* সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনেতা (লিওনার্ডো ডিক্যাপ্রিও) ও সেরা পার্শ্ব-অভিনেতা (টম হার্ডি)-সহ একডজন মনোনয়ন পেয়েছে ‘দ্য রেভিন্যান্ট’।
* গত বছরের মতো এবারও মনোনীত অভিনয়শিল্পী তালিকায় শ্বেতাঙ্গদের জয়জয়কার। বাফটায় মনোনীত কৃষ্ণাঙ্গ তারকা ইডরিস অ্যালবা নেই তালিকায়।
* ব্রিটিশ অভিনেত্রী চার্লোট র্যাম্পলিং প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ‘ফোর্টি ফাইভ ইয়ারস’ ছবির জন্য।
* ১৯৭৭ সালের পর আবার অস্কারে মনোনয়ন পেলেন সিলভেস্টার স্ট্যালোন। ‘ক্রিড’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তিনি।
* সেরা পরিচালক বিভাগে উপেক্ষিত থাকলেন স্টিভেন স্পিলবার্গ ও রিডলি স্কট। যদিও তারা দু’জনই গোল্ডেন গ্লোবে মনোনীত হয়েছিলেন।
* অস্কারে সেরা ছবি হিসেবে মনোনীত হয়েছে এমন ৮টি ছবির প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। এবার ‘ব্রিজ অব স্পাইস’ দিয়ে সংখ্যাটা দাঁড়ালো ৯-এ। এর মধ্য দিয়ে এককভাবে সর্বাধিক অস্কার মনোনীত সেরা ছবির প্রযোজক হওয়ার রেকর্ড গড়লেন তিনি। আগের আটটির মধ্যে ‘সেভিং প্রাইভেট রায়ান’ ও “শিন্ডলার’স লিস্ট”-এর জন্য অস্কার জিতেছেন তিনি।
সর্বাধিক মনোনয়ন
* দ্য রেভিন্যান্ট-১২
* ম্যাড ম্যাক্স: ফিউরি রোড-১০
* দ্য মার্শিয়ান-৭
* স্পটলাইট-৬
* ব্রিজ অব স্পাইস-৬
* ক্যারল-৬
* দ্য বিগ শর্ট-৫
* স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স-৫
* ৩৯ বছর পর অস্কার রিংয়ে স্ট্যালোন
* অস্কার মনোনীত পাঁচ গানের ভিডিও
* এক ডজন মনোনয়ন পেলো ‘দ্য রেভিন্যান্ট’
* অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা
বাংলাদেশ সময় : ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
জেএইচ