ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাইরেসি নিয়ে শাকিবের বক্তব্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পাইরেসি নিয়ে শাকিবের বক্তব্য শাকিব খান

চলচ্চিত্রে পাইরেসির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানসহ চলচ্চিত্র শিল্পীরা পাইরেসি রোধে আন্দোলন করে আসছেন।

সম্প্রতি রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অডিও-ভিডিও পাইরেসির অভিযোগে নয়জনকে আটক করে র‌্যাব। এতে সন্তোষ প্রকাশ করেছেন শাকিব খান ও অন্যান্য শিল্পীরা।

এই ঘটনার সুত্র ধরে এফডিসিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।   সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, শাফিন আহেমদ, হাবিব ওয়াহিদ, চিত্রনায়ক অমিত হাসান, জায়েদ খান, পপি, পরীমনি, পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘আজ এখানে বক্তব্য দিতে আসিনি। আমাদের চাওয়া একটাই, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে পাইরেসি রোধ করতে হবে। এ জন্য সরকার ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আমরা পাশে চাই। যারা প্রকৃত অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’

সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়, অভিযান চালানোর সময় ২৫ হাজার পাইরেটেড সিডি-ডিভিডি, দুটি বিদেশি পিস্তল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেসি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।