ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথম ববি, ববির প্রথম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
প্রথম ববি, ববির প্রথম ববি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিদেশি বিভিন্ন চলচ্চিত্রে ঘুরে ফিরে এসেছে ‘সুপারহিরো’ চরিত্র। উপন্যাসের পাতা থেকে রূপালি পর্দায় সবখানে দেখা যায় সুপারহিরোদের।

দেশীয় চলচ্চিত্রে এমনটা ঘটেনি কখনো। এবার দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম সুপারহিরো হওয়ার গৌরব অর্জন করছেন চিত্রনায়িকা ববি। ছবিটি পরিচালনা করবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরী।

গত বুধবার (১৩ জানুয়ারি) নতুন ছবিটির নাম পরিচালক সমিতিতে অন্তর্ভুক্ত করেছেন পরিচালক। ‘বিজলী’ নামের এই ছবিটি প্রযোজনা করবেন চিত্রনায়িকা ববি। ইফতেখার চৌধুরীর নিজের লেখা গল্পে নির্মিত হবে এটি।

ইফতেখার চৌধুরী বলেছেন, ‘ছবিটি হবে প্রযুক্তিনির্ভর। তাই এতে বিদেশি সহায়তা নেওয়া হবে। এতে অ্যাকশন দৃশ্য পরিচালনা করবে জাইকা। ভিএফএক্সের কাজ হবে আমেরিকায়। আশা করছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবো। ’

‘বিজলী’ নিয়ে উচ্ছ্বসিত ববি জানান, ‘ছবিটির শুটিং হবে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ববির সহশিল্পী হিসেবে কে অভিনয় করবেন সেটা এখনও ঠিক হয়নি।

ইফতেখার চৌধুরীর পরিচালনায় ববি ২০০৯ সালে ‘খোজ-দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর একই পরিচালকের ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘মালটা’ প্রভৃতি ছবিতে কাজ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।