ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তৃতীয় বর্ষপূর্তিতে এশিয়ান টিভির জমকালো আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
তৃতীয় বর্ষপূর্তিতে এশিয়ান টিভির জমকালো আয়োজন

বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেল এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওর (৯০.৮ এফএমএ) তৃতীয়  প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১৮ জানুয়ারি)। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে জমকালো অনুষ্ঠান।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের এল ডি হল সংলগ্ন মাঠে। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকবে জমকালো সব আয়োজন। এখানে থাকবেন রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।

সংবাদ সম্মেলনে এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এডিশনাল হেড অব প্রোগ্রাম সৈকত সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন হেড অব প্রোগ্রাম আমিনুল ইসলাম, হেড অব নিউজ আনিস আলমগীর ও হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় সংসদের চীপ হুইপ আ স ম ফিরোজ এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।

পথচলার তিন বছরে নাটক, অনুষ্ঠান, কার্টুন, ইভেন্ট, সংবাদ প্রচার করে আলোচিত হয়েছে এশিয়ান টিভি। অন্যদিকে এশিয়ান রেডিওর উল্লেখযোগ্য অনুষ্ঠান হলো ‘বিদ্যা সাগর ছাত্রাবাস’, ‘লুকিং ফর বউ’, ‘সখা তুমি কার’, ‘তেলেসমাতি’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।