বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় কমিয়ে দিয়েছেন ফেরদৌস। মানবিক গল্প ও দেশাত্মবোধের গল্পেই ইদানীং পাওয়া যায় তাকে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ফেরদৌস বাংলানিউজকে বলেন, ‘খুব সুন্দর গল্পের একটি ছবিতে কাজ করছি। আলোচনা চূড়ান্ত হয়েছে। ’
ছবিটির নাম ‘নাল কাহই’। এর অর্থ লাল চিরুনি। ছবিটিতে তার বিপরীতে কে অভিনয় করছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। র্যাবের কর্মকর্তা মোফাজ্জলের গল্প, কাহিনী ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন আবির খান।
এদিকে ফেরদৌস এখন পুবাইলে দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে ৭১’-এর দৃশ্যধারণে ব্যস্ত। এখন মুক্তির অপেক্ষায় আছে তার কয়েকটি ছবি। নতুন বছরে তিনি রূপালি পর্দায় হাজির হতে পারেন যৌথ প্রযোজনার ছবি ‘ছেড়ে যাস না’র মাধ্যমে। এরপর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা তার প্রযোজিত ‘পোস্টমাস্টার ৭১’ ছবিটি।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসও/জেএইচ