দেশের চলচ্চিত্র সংসদগুলো দীর্ঘদিন ধরে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’ প্রণয়ণে দাবি জানিয়ে আসছে। বুধবার (২০ জানুয়ারি) এই নীতিমালা প্রণয়নে সুপারিশমালা প্রস্তুতকরণের লক্ষ্যে 'জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়াপাঠ ও পর্যালোচনা' বিষয়ক সম্মেলন আহবান করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গুণী চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্র গবেষক, শিক্ষক, নির্মাতা ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন সভাপতি লাইলুন নাহার স্বেমি।
বাংলাদেশ সময় : ১৭৫৬ ঘণ্টা,জানুয়ারি ১৯, ২০১৬
এসও