ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সালমান শাহ স্মরণে সজল ও পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জানুয়ারি ২০, ২০১৬
সালমান শাহ স্মরণে সজল ও পরীমনি

প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত পাঁচটি ছবির গানে নাচবেন জনপ্রিয় অভিনেতা সজল ও চিত্রনায়িকা পরীমনি ও। ‘লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দেখা যাবে এই দৃশ্য।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এটি সরাসরি দেখাবে আরটিভি।

পরীমনি এবারই প্রথম টিভির কোনো অনুষ্ঠানে নাচতে যাচ্ছেন। এজন্য তিন দিন ধরে মহড়া করেছেন তিনি। সজলের সঙ্গেও এটাই তার প্রথম কাজ।

পঞ্চমবারের মতো আয়োজিত ‘লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৫’-এ আজীবন সম্মাননা দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে। আরটিভিতে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত সকল নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পীকে প্রদান করা হবে এবারের স্টার অ্যাওয়ার্ড।

বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।