পুরস্কার বিতরণী, নাচ, গান- এমন নানা আয়োজনে পঞ্চমবারের মতো হয়ে গেলো গেলো ‘লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্য্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ উপলক্ষে হাজির হন টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা।
আরটিভিতে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত সব নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ডসহ মোট ২৮টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আতাউর রহমান, কেরামত মওলা, আফরোজা বানু, আজাদ রহমান, নকীব খান, বরকতউল্লাহ, লায়লা হাসান, চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফারুক, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমুখ। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম।
অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল বাংলাদেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা, চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান প্রমুখ।
জনপ্রিয় গানের তালে নেচেছেন অভিনেত্রী অপি করিম, তারিন, মেহজাবিন, বিদ্যা সিনহা মিম, মৌসুমী হামিদ, ভাবনা, অভিনেতা সজল, চিত্রনায়িকা পরিমনি প্রমুখ। অনুষ্ঠানটি ভাগে ভাগে উপস্থাপনা করেন অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী তারিন, অভিনেতা মাহফুজ আহমেদ ও রিচি সোলায়মান এবং মারিয়া নূর।
বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জেএইচ